200 likes | 400 Views
শুভেচ্ছা. পরিচিতি. মহিউদ্দিন আহমেদ কম্পিউটার শিক্ষক- বেরুবাড়ী বালিকা উচ্চবিদ্যালয় নাগেশ্বরী, কুড়িগ্রাম. শ্রেণিঃনবম বিষয়ঃ কৃষি শিক্ষা সময়ঃ ৪৫ মিনিট তারিখঃ ১০/২/১৩ ইং. পাঠের শিরোনাম. শাকসবজি. শিখন ফল. শাকসবজি কি তা বলতে পারবে।
E N D
পরিচিতি মহিউদ্দিন আহমেদ কম্পিউটার শিক্ষক- বেরুবাড়ী বালিকা উচ্চবিদ্যালয় নাগেশ্বরী, কুড়িগ্রাম শ্রেণিঃনবম বিষয়ঃ কৃষি শিক্ষা সময়ঃ ৪৫ মিনিট তারিখঃ ১০/২/১৩ ইং
পাঠের শিরোনাম শাকসবজি
শিখন ফল • শাকসবজি কি তা বলতে পারবে। • উৎপাদন মৌসুমের ভিত্তিতে শাকসবজির প্রকার ভেদ লিখতে পারবে। • শাকসবজির গুরুত্ব বর্ণনা করতে পারবে।
টমেটো লাউশাক পুঁইশাক মুলাশাক কচুশাক বেগুন
একক কাজ সবজি কী ?
টমেটো লালশাক শিম ফুল কপি শীত কালীন শাকসবজি
করলা পানি কুমড়া মিষ্টি কুমড়া ঝিঙা গ্রীষ্ম কালীন শাকসবজি
পেঁপে ঢেঁড়স বেগুন কাঁচা কলা বার মাসি শাকসবজি
জোড়ায় কাজ • পাঁচটি শীতকালীন সবজির নাম লিখ।
শাকসবজি গুরুত্ব খাদ্য হিসেবে। ভিটামিনের উৎস হিসেবে। খনিজ পদার্থ হিসেবে। অর্থকরী ফসল হিসেবে।
খাদ্য হিসেবে গুরুত্ব সুস্বাস্থ্যের জন্য একজন পূর্ণ বয়স্ক ব্যক্তির প্রতিদিন কমপক্ষে ২০০ গ্রাম শাকসবজি খাওয়া দরকার।
ভিটামিনের উৎস হিসেবে শাকসবজি থেকে প্রচুর ভিটামিন এ,বি ও সি পাওয়া জায়। যা মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
অর্থকরী ফসল হিসেবে পারিবারিক চাহিদা মেটানোর পর ও শাকসবজি বিক্রি করে আমাদের বাড়তি আয় হয়।
খনিজ পদার্থ হিসেবে কচুশাকে প্রচুর পরিমানে লৌহ ও ক্যালসিয়াম আছে। যা হাড় গঠনে সাহায্য করে। কচুশাক
দলীয় কাজ শাকসবজির গুরুত্ব লিখ।
মূল্যায়ন ১। শাকসবজি কী ? ২। উৎপাদনের ভিত্তিতে শাকসবজিকে কয় ভাগে ভাগ করা যায়। ৩। অর্থনীতিতে শাকসবজির গুরুত্ব আলোচনা কর।
বাড়ীর কাজ শাকসবজি চাষ করে কিভাবে বেকার সমস্যা সমাধান করা যায় লিখ ।