150 likes | 298 Views
Md. Shafiqur rahman. Mohammadpur Ramendro Model High School Senbag , Noakhali. Assistant Teacher. সে গতকাল স্কুলে গিয়েছিল।. সে এখন স্কুলে যা চ্ছে ।. সে আগামিকাল স্কুলে যাবে।. উপরের বাক্য গুলোর মধ্যে কোন বিষয়টি বেশি গুরুত্ব পেয়েছে?. সময়........... বেশি গুরুত্ব পেয়েছে।
E N D
Md. Shafiqurrahman MohammadpurRamendro Model High School Senbag, Noakhali. Assistant Teacher
সে গতকাল স্কুলে গিয়েছিল। সে এখন স্কুলে যাচ্ছে। সে আগামিকাল স্কুলে যাবে।
উপরের বাক্য গুলোর মধ্যে কোনবিষয়টি বেশি গুরুত্ব পেয়েছে? সময়........... বেশি গুরুত্ব পেয়েছে। যেমনঃ গতকাল, এখন, আগামীকাল।
Tense/সময় Class –Eight English Second paper
What is Tense? ক্রিয়া সম্পাদনের সময়কে Tense বলে। Tense ৩ প্রকার • Present Tense (বর্তমান কাল) • Past Tense (অতীত কাল) • Future Tense (ভবিষ্যৎ কাল)
Learning out come By the end of this lesson the students will be able to learn about - • What is Tense ? • It’s classification. • It’s uses.
প্রতিটি Tense এর আবার ৪টি করে Form আছেঃ • Indefinite/ Simple • Continuous/ Progress • Perfect • Perfect Continuous.
বর্তমানে কোন কাজ করা, খাওয়া, যাওয়া ইত্যাদি বুঝায় বা চিরন্তন সত্য অথবা অভ্যাস বুঝায় তাকে Present Indefinite বলে। Structure: Affirmative: Sub + Verb এর Present form+ Ext. যেমনঃ ফাহিম স্কুলে যায়= Fahim goes to school. Structure: Negative: Sub + do/does+ not+ Verb এর Base form+ Ext. যেমনঃ ফাহিম স্কুলে যায়না= Fahimdoes not go to school. Structure: Interrogative: Do/ Does+Sub+Verbএর Base form+ Ext+? যেমনঃ ফাহিম কি স্কুলে যায়?= Does Fahim go to school? বিঃদ্রঃ- Sub যদি এক বচন হয় তাহলে মূল verb এর সাথে s/esযুক্ত করতে হবে। Present Indefinite/ Simple Tense
Present Continuous Tense বর্তমানে কোন কাজ চলছে বুঝায়,তাকে Present Continuous Tense বলে। Structure: Affirmative: Sub + Be Verb+ Verb এরসাথে ingযোগ+ Ext. যেমনঃ ফাহিম স্কুলে যাচ্ছে= Fahimis going to school. Structure: Negative: Sub + be verb+ not+ Verb এর সাথে ingযোগ + Ext. যেমনঃ ফাহিম স্কুলে যাচ্ছেনা= Fahimis not going to school. Structure: Interrogative: Be verb+Sub+Verb এর সাথে ingযোগ+ Ext+? যেমনঃ ফাহিম কি স্কুলে যাইতেছে?= Is Fahim going to school?
Present Perfect Tense কোন কাজএই মাত্র শেষ হয়েছে কিন্তু এর ফলাফল এখনো বর্তমান আছে এরূপ বুঝালে তাকে Present PerfectTense বলে। Structure: Affirmative: Sub + Have/has + Verb এর Past Participle form+ Ext. যেমনঃ ফাহিম স্কুলে গিয়েছে= Fahim has gone to school. Structure: Interrogative: Have/has+Sub+Verbএর Past Participle form + Ext+? যেমনঃ ফাহিম কি স্কুলে গিয়েছে?= Has fahim gone to school?
Present Perfect continuous Tense কোন কাজকিছু কাল পূর্বে শু রু হয়ে এখনো চলছে বুঝায় তাকে Present Perfectcontinuous Tense বলে। Structure: Sub + Have/has + been+ Verb এরসাথে ingযোগ+ Ext. যেমনঃ ফাহিম পাঁচ বছর যাবত এই স্কুলে পড়ছে = Fahim hasbeen studying in this school for five years. Structure: Interrogative: • Have/has+Sub+ been+Verbএরসাথে ingযোগ+ Ext+? যেমনঃ ফাহিম কি এই স্কুলে পাঁচ বছর যাবত পড়ছে?= HasFahim been studying in this school for five years?
Indicate the form of the following sentences. 1. He has done this work. 2. Mita writes a letter. 3. It has been raining for two days. 4. Fahad is watching a drama on the television. 5. We have been staying in Dhaka for three years. 6. Never tell a lie. 7. Allah is one. 8. We are visiting a zoo in Dhaka.
Write correct form of the following sentences. We have (dig) a pond. He (do) his home task. We (be) proud of our country. Moontaha (read) the holy Quran everyday. This (be) our school pond. Home task