170 likes | 1.12k Views
ফুলের শুভেচ্ছা. পরিচিতি. আবুল কালাম আজাদ সহকারী অধ্যাপক , আইসিটি বিভাগ বি.এস-সি (অনার্স), এম.এস-সি(গণিত), বি.এড। ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স এন্ড এপ্লিকেশন্স কক্সবাজার সিটি কলেজ। E-mail address-kalamazad 199 @gmail.com. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শ্রেণিঃ একাদশ সময়ঃ ৪৫ মিনিট.
E N D
পরিচিতি আবুল কালাম আজাদ সহকারী অধ্যাপক, আইসিটি বিভাগ বি.এস-সি(অনার্স), এম.এস-সি(গণিত), বি.এড। ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স এন্ড এপ্লিকেশন্স কক্সবাজার সিটি কলেজ। E-mail address-kalamazad199@gmail.com
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শ্রেণিঃ একাদশ সময়ঃ ৪৫ মিনিট
বিভিন্ন প্রকার অ্যাডার সার্কিট
হাফ অ্যাডার ও ফুল অ্যাডার সার্কিট অধ্যায়ঃ তৃতীয় পৃষ্ঠা নং-১৩১-১৩৩ রেফারেন্স বইঃ মোঃ নাঈমুল হক নাঈম
শিখনফল এ পাঠ শেষে শিক্ষার্থীরা- ১। অ্যাডার কি বলতে পারবে? ২। হাফ অ্যাডার ও ফুল অ্যাডার কি বলতে পারবে? ৩। হাফ অ্যাডার ও ফুল অ্যাডারের সার্কিট অংকন করতে পারবে।
অ্যাডার (Adder) যে লজিক সার্কিটের সাহায্যে বাইনারি সংখ্যার যোগফল নির্ণয় করা হয়, তাকে অ্যাডার সার্কিট বা যোগের বর্তনী বলে। বাইনারি বিট (০, ১) ব্যবহার করে সকল গাণিতিক কাজই অ্যাডারের মাধ্যমে করা যায়। অ্যাডার দুই প্রকার। যথা- ১। হাফ অ্যাডার (Half Adder) ও ২। ফুলঅ্যাডার (Full Adder) ১। হাফ অ্যাডার (Half Adder): যে অ্যাডার সার্কিটের মাধ্যমে এক বিটের দুটি সংখ্যার যোগফল নির্ণয় করা যায়, তাকে হাফ অ্যাডার বলে।
নিম্নে হাফ অ্যাডার বা অর্ধযোগের বর্তনীর সত্যক সারণী দেয়া হল- C = AB
হাফ অ্যাডার লজিক সার্কিট মৌলিক গেইট দ্বারা হাফ অ্যাডার লজিক সার্কিট অংকন করা হল-
ফুল অ্যাডার(Full Adder): যে অ্যাডার সার্কিটের মাধ্যমে দুই বা ততোধিক বিটের দুটি বাইনারি সংখ্যার যোগফল নির্ণয় করা যায়, তাকে ফুল অ্যাডার বলে। যখন একাধিক বিটের যোগফল নির্ণয় করতে হয়, তখন প্রথম দুটি বিট যোগ করে যদি কোন ক্যারি থাকে তা পরের বিটের সাথে যোগ করতে হয়। ফলে ফুল অ্যাডার ইনপুট হিসেবে থাকে তিনটি বিট এবং আউটপুট হিসেবে থাকে দুটি বিট। এই বর্তনীতে দুটি বিটের জন্য ইনপুট সংকেত (A, B) ও একটি গ্রহণ ক্যারিCiথাকে এবং যোগফল (S) ও একটি আউটপুট ক্যারি (Co) থাকে।
নিচে একটি ফুল অ্যাডারের সত্যক সারণী দেয়া হলঃ আউটপুট সমীকরণ
ফুল অ্যাডারের যোগফল (S) ও আউটপুট ক্যারি (Co) সরলীকৃত সমীকরণ অনুযায়ী তিনটি ইনপুট X-ORগেইটের সাহায্যে ফুল অ্যাডারের লজিক সার্কিটের চিত্র দেয়া হলোঃ-
মৌলিক গেইট দিয়েও ফুল অ্যাডারের লজিক সার্কিট অংকন করা যায়ঃ-
শ্রেণি মূল্যায়ন ১। হাফ অ্যাডার ও ফুল অ্যাডার এর সংজ্ঞা দাও। ২। হাফ অ্যাডার লজিক সার্কিট অংকন কর। ৩। একটি ফুল অ্যাডার সত্যক সারণী অংকন কর।
বাড়ীর কাজ ১। একটি ফুল অ্যাডারের সত্যক সারণী তৈরী করে এর যোগফল ও ক্যারি আউটের সমীকরণ লিখ। ২। X-OR গেইটের সাহায্যে ফুল অ্যাডারের লজিক সার্কিট অংকন কর।