190 likes | 357 Views
শুভেচ্ছা. পরিচিতি. রেহানা আক্তার ইন্সট্রাক্টর, ইলেক্ট্রনিক্স ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউট. শ্রেনী : ৫ম পর্ব (ফুড) বিষয় : ইন্ডাস্ট্রিয়াল ইলেক্ট্রনিক্স সময় :৫০ মিনিট. পি-এন ডায়োড. আজকের পাঠ. ক্লিপিং সার্কিট. শিখনফল ১। ক্লিপিং সার্কিট কি তা বলতে পারবে।
E N D
পরিচিতি রেহানা আক্তার ইন্সট্রাক্টর, ইলেক্ট্রনিক্স ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউট শ্রেনী : ৫ম পর্ব (ফুড) বিষয় : ইন্ডাস্ট্রিয়াল ইলেক্ট্রনিক্স সময় :৫০ মিনিট
আজকের পাঠ ক্লিপিংসার্কিট
শিখনফল ১। ক্লিপিং সার্কিট কি তা বলতে পারবে। ২।এই সার্কিট কত প্রকার ও কি কি তা বলতে পারবে। ৩।সার্কিটগুলি কিভাবে কাজ করে তা বলতে পারবে। ৪।ক্লিপিং সার্কিট কোথায় ব্যবহার করা হয় তা বলতে পারবে।
ক্লিপিং সার্কিট : যে ইলেকট্রনিক্স সার্কিটের মাধ্যমে ইনপুটে প্রয়োকৃত সাইন ওয়েভের বিভিন্ন অংশ কর্তন করে বা clip করে আউটপুটে নতুন আকৃতি ওয়েভ তৈরী করা যায় তাকে ক্লিপিং সার্কিট বলে। ক্লিপিং সার্কিট চার প্রকার । যথা:-১.পজিটিভ ক্লিপিং সার্কিট২.নেগেটিভ ক্লিপিং সার্কিট৩.বায়াসড় ক্লিপিং সার্কিট৪.কম্বিনেশ ক্লিপিং সার্কিট
মূল্যায়ন১.ক্লিপিং সার্কিট কাকে বলে?২.ক্লিপিং সার্কিট কত প্রকার ও কি কি?৩.পজিটিভ ক্লিপিং সার্কিট ও নেগেটিভ ক্লিপিং সার্কিটের মধ্যে পার্থক্য কি? ৪.বায়াসড্ ক্লিপিং সার্কিট কি?৫.ক্লিপিং সার্কিট কোথায় ব্যবহার করা হয় ?
বাড়ির কাজএকটি কম্বিনেশন ক্লিপিং সার্কিটের চিএ অংকন করে এর কার্যপ্রণালী লিখে আনবে।