200 likes | 591 Views
শুভেচ্ছা সবাইকে. শিক্ষক পরিচিত মোঃ মোশাররফ হোসেন প্রভাষক (অর্থনীতি) ভোলাহাট মহিলা কলেজ ভোলাহাট চাঁপাই নবাবগঞ্জ।. পাঠ পরিচিতি শ্রেণী – একাদশ। বিষয় –অর্থনীতি । তৃতীয় অধ্যায় । সময় – ৪৫ মিনিট। তারিখঃ২৫/১১/১৩. ছবি গুলো দেখ. আজকের পাঠ শিরোনাম. উৎপাদনব্যয় ও আয়
E N D
শিক্ষক পরিচিত মোঃ মোশাররফ হোসেন প্রভাষক (অর্থনীতি) ভোলাহাট মহিলা কলেজ ভোলাহাট চাঁপাই নবাবগঞ্জ।
পাঠ পরিচিতি • শ্রেণী – একাদশ। • বিষয় –অর্থনীতি । • তৃতীয় অধ্যায় । • সময় – ৪৫ মিনিট। • তারিখঃ২৫/১১/১৩
আজকের পাঠ শিরোনাম উৎপাদনব্যয় ও আয় ( Cost of Production And Revenue)
এই পাঠ শেষে শিক্ষার্থীরা- উৎপাদন ব্যয়ের ধারনা ব্যাখ্যা করতে পারবে। স্বল্পকালীন ও দীর্ঘকালীন ব্যয়ের পার্থক্য নির্নয়করতে পারবে। মোট ব্যয়, গড়ব্যয় ও প্রান্তিক ব্যয়ের মধ্যে তুলনা করতে পারবে। গড়ব্যয় ও প্রান্তিক ব্যয়ের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করতে পারবে। আয়ের ধারনাব্যাখ্যা করতে পারবে। মোটআয়, গড়আয় ও প্রান্তিক আয়ের ধারনা ব্যাখ্যা করতে পারবে।
বাড়ী ব্যবহারের খাজনা উৎপাদন ব্যয় শ্রমের মুজরী মূলধনের সুদ সংগঠনের মুনাফা উৎপাদন ব্যয় কোন দ্রব্য উৎপাদনের জন্য উৎপাদনকারী যে অর্থ ব্যয় করে তাকে উৎপাদন ব্যয় বলে। যেমনঃ জমি বা দালান ব্যবহারের জন্য খাজনা, শ্রমিকের জন্য মুজরী,মুলধনের জন্য সুদ এবং সংগঠনের মুনাফা এসবের সমষ্টিকে উৎপাদন ব্যয় বলে।
উৎপাদন ব্যয়ের শ্রেনী বিভাগ স্থির ব্যয় স্বল্পকালীন সময়ের ব্যয় স্বল্প কালীন উৎপাদন ব্যয় পরিবর্তনীয় ব্যয় মোট উৎপাদন ব্যয় দীর্ঘকালীন সময়ের ব্যয় দীর্ঘকালীন উৎপাদন ব্যয় পরিবর্তনীয় ব্যয়
স্বল্পকালীন উৎপাদন ব্যয় শ্রমের মুজরী পরিবহন ব্যয় জ্বালানী বিদ্যুৎ খরচ কাঁচা মাল যন্ত্রপাতি বিজ্ঞাপন ব্যয়
১।মোট স্থির ব্যয়(Total Fixed Cost) কারখানার ভাড়া যন্ত্রপাতি স্থায়ী করমকর্তা ও কর্মচারীর বেতন স্থায়ী মুলধনের সুদ প্রশাসনিক ব্যয়
২।মোট পরিবর্তনীয় ব্যয়(Total Variable Cost) বিদ্যুৎ ও জ্বালানী ব্যয় স্বল্পকালীন ঋনের সুদ কাঁচামালের জ্ন্য পরিবহন ও ব্যয় বিক্রয় কর
স্বল্প কালীন উৎপাদন ব্যয় স্বল্পকালীন ব্যয়কে দুভাবে ভাগ করা হয়- ১।মোট স্থির ব্যয়(Total Fixed Cost):ফার্মের উৎপাদন বাড়লে, কমলে বা বন্ধ থাকলেও যে সব ব্যয় উৎপাদনকারীকে বহন করতে হয় তাকে মোট স্থির ব্যয় বলে। যেমন-
মোট ব্যয়(Total Cost/ TC)=TFC+TVC মোট ব্যয়(TC) গড় ব্যয়(Average Cost)= উৎপাদনের পরিমান(Q) TC বা AC= Q TC প্রান্তিক ব্যয়(Marginal Cost)= Q TC বা,MC= Q
গড়ব্যয় ও প্রান্তিক ব্যয়ের মধ্যে সম্পর্ক X MC যখন AC এর থেকে বেশি তখন AC নীচে অবস্থান করে MC ব্যয় AC যখন AC কমে MC ও কমে তবে MC বেশি হারে কমে AC ও MC এর মধ্যে সম্পর্ক m যখন AC সর্বনিম্ন তখন AC=MC Y O উৎপাদনের পরিমান
আয় মোট আয়(Total Revenue=TR): P×Q বা,TR= P×Q গড় আয়(Average Revenue=AR)= প্রান্তিক আয়(Marginal Revenue)MR= TR Q TR বা,AR= Q TR Q
একক কাজ- • উৎপাদন ব্যয়ের সংজ্ঞা দাও। • স্বল্পকালীন ব্যয় কি? • স্বল্পকালীন ব্যয় কত প্রকার কি কি? • মোট স্থির ব্যয় কি? • মোট পরিবর্তন ব্যয় কি? • দীর্ঘকালীন ব্যয় কি?
দলীয় কাজ গড়ব্যয় ও প্রান্তিক ব্যয়ের মধ্যে সম্পর্ক লিখ। মোট ব্যয়, গড়ব্যয় ও প্রান্তিক ব্যয়ের একটি কাল্পনিক সুচী তৈরী কর। মোটআয়, গড়আয় ও প্রান্তিক আয়ের একটি কাল্পনিক সুচী তৈরী কর।
বাড়ীর কাজ রেখা চিত্রের সাহায্যে গড়ব্যয় ও প্রান্তিক ব্যয়ের মধ্যে সম্পর্ক লিখ।